বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৮ ১৪৩২   ১২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

চীনা চিকিৎসক দল ঢাকায়: যুক্ত হলেন খালেদা জিয়ার চিকিৎসায়

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫  

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় গত রবিবার দিবাগত রাতে তাঁকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়েছে। তাঁর চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের নির্দেশে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

 

গতকাল সোমবার (১ ডিসেম্বর) দিনভর তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে নানা খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বিএনপির একজন নেতা। তিনি জানান, "তাঁর অবস্থা সংকটজনক। তবে তিনি ভেন্টিলেশনে আছেন। লাইফ সাপোর্টে আছেন, এটা ঠিক নয়।"

 

বিভিন্ন পক্ষের বক্তব্য ও বিভ্রান্তি

 

সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সাংবাদিকদের কাছে জানান, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন এবং তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন।

 

এদিকে, বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন গণমাধ্যমকে প্রচারিত সংবাদ নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন। তিনি বলেন,

 

"বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে, বিভ্রান্ত হবেন না।"

 

তবে বিএনপির মিডিয়া সেল থেকে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

 

 চীনা চিকিৎসক দল যুক্ত

 

গুরুতর অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

 

  • সহায়তা: চীনা চিকিৎসকেরা ইতিমধ্যে মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্যের সঙ্গে মিলিত হয়েছেন।

  • মেডিকেল বোর্ড: দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, আমেরিকার জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে।

 

গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট এবং ডায়াবেটিসসহ একাধিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তাঁর চিকিৎসা কঠিন হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের মতে, কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তাঁর সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন।

এই বিভাগের আরো খবর