সোমবার   ০১ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৭ ১৪৩২   ১০ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

শরিফুল রাজের নতুন চমক, জুটি বাঁধলেন মডেল তৌহিদা হক তিথীর সঙ্গে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫  

ঢালিউডের জনপ্রিয় তারকা অভিনেতা শরিফুল রাজ এবার মডেল ও অভিনেত্রী সৈয়দা তৌহিদা হক তিথীর সঙ্গে জুটি বাঁধলেন একটি নতুন বিজ্ঞাপনচিত্রে। মডেলিং জগতে পরিচিত মুখ তিথী, রাজের সঙ্গে এই প্রথম ক্যামেরার সামনে এলেন।

 

সম্প্রতি কক্সবাজারের মনোরম লোকেশনে তিন দিন ধরে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। ফাহাদ খান পরিচালিত এই কাজটি একটি শীতকালীন সৌন্দর্যবর্ধক পণ্যের প্রচারণা। নির্মাতাদের দাবি, বড় বাজেট ও সিনেম্যাটিক পরিকল্পনায় বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।

 

শুটিং অভিজ্ঞতা

 

অভিনেতা শরিফুল রাজ জানান, বিজ্ঞাপনচিত্র হলেও এটিকে 'সিনেম্যাটিক টাচে' নির্মাণ করা হয়েছে।

শরিফুল রাজ বলেন: "তিথী খুবই প্রতিভাবান এবং ক্যামেরার সামনে তাঁর উপস্থিতি দারুণ। কাজ করতে বেশ স্বচ্ছন্দ লেগেছে।"

 

অন্যদিকে, তিথী এই কাজটিকে নিজের জন্য 'বিশেষ' বলে অভিহিত করেছেন।

তৌহিদা হক তিথী বলেন: "রাজ ভাইয়ার সঙ্গে এই প্রথম অভিনয় করলাম। তিনি খুবই সহযোগিতা করেছেন, তাই কাজটা বেশ আনন্দদায়ক ছিল। এটি আমার কিছু বিশেষ কাজের মধ্যে একটি।"

 

নির্মাতা জানিয়েছেন, এই মাসের (ডিসেম্বর) শুরুতেই বিজ্ঞাপনচিত্রটি দেশের বিভিন্ন মাধ্যমে প্রচারে আসবে। বর্তমানে শরিফুল রাজ তাঁর নতুন চলচ্চিত্র ও ওটিটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন, আর তিথীও মডেলিং ও অভিনয়ে মনোযোগ দিয়েছেন।

 

এই বিভাগের আরো খবর