ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬০

কেউ স্লেজিং করলে চুপ থাকি না: কোহলি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮  

সামনে ভারতের অস্ট্রেলিয়া সফর। তবে সিরিজের বল গড়ানোর আগেই শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। তারই জের ধরে হুঙ্কার দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

কথার যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আমি এই ধরনের যুদ্ধে জড়াতে চাই না। নিজের যোগ্যতার ওপর আমার পূর্ণ আস্থা আছে। যখন বয়স কম ছিল, কথার যুদ্ধে জড়াতাম। এখন ব্যাপারগুলো অপরিণতের মতো লাগে। ক্যাপ্টেন হিসেবে নিজের দল ছাড়া এখন আর অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। 

পাশাপাশি স্লেজিং নিয়ে তিনি বলেন, ভারতীয় দল কখনওই স্লেজিং শুরু করে না। তবে কেউ স্লেজিং করলে পাল্টা দিই। তাই যতক্ষণ না ব্যাপারটা শুরু হচ্ছে, আমরা চুপ থাকব। তবে মানসিকভাবে আমরা লড়াকুই থাকব। কোন মতে ফোকাস হারাতে চাই না।

এই বিভাগের আরো খবর