সোমবার   ০৪ আগস্ট ২০২৫   শ্রাবণ ২০ ১৪৩২   ০৯ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

কিংবদন্তি সাঙ্গাকারাকে ছাড়িয়ে গেলেন জো রুট

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫  

লন্ডনের দ্য ওভালে ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট লিখলেন নতুন ইতিহাস। ১৩৭ বলে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়ে ক্যারিয়ারের ৩৯তম শতরান পূর্ণ করলেন তিনি। এর ফলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন এই ইংলিশ ব্যাটার।

এদিন রুট শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারার ৩৮ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন।


বর্তমানে তার সামনে রয়েছেন শুধু শচীন টেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫) ও রিকি পন্টিং (৪১)।


সেঞ্চুরির পাশাপাশি রুট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৬,০০০ রান পূর্ণ করেন। ১৩,৫০০-এর বেশি রান নিয়ে তিনি এখন টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার সামনে রয়েছে টেন্ডুলকারের সর্বোচ্চ ১৫,৯২১ রানের রেকর্ড।


টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি :
১. শচীন টেন্ডুলকার–৫১ (৩২৯ ইনিংস)
২. জ্যাক ক্যালিস–৪৫ (২৮০ ইনিংস)
৩. রিকি পন্টিং–৪১ (২৮৭ ইনিংস)
৪. জো রুট–৩৯ (২৮৮ ইনিংস)
৫. কুমার সাঙ্গাকারা–৩৮ (২৩৩ ইনিংস)। 

এই বিভাগের আরো খবর