বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০১

কদমতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪  

রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত (৪৮) এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে মেরাজনগর কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রতন মিয়া বলেন, আজ ভোরের দিকে কদমতলী মেরাজ নগর কাঁচা রাস্তার ওপর রক্তাক্ত জখম অবস্থায় ওই ব্যক্তি পড়ে ছিলেন। পরে আমরা কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এখনো তার নাম পরিচয় জানতে পারিনি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর