শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুন; হতাহত নেই

সুমন হোসেন

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫  

কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করে রাখা সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে জাহাজের ভেতর থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আগুন লাগার সাথে সাথে জাহাজে থাকা কর্মীরা সাহসিকতার সাথে প্রাথমিকভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল করে।

 

 

সংশ্লিষ্ট সূত্র ধারণা করছে, জাহাজের ইঞ্জিন কক্ষ অথবা বৈদ্যুতিক লাইনের কোনো ত্রুটি (শর্ট সার্কিট) থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। জাহাজটি বর্তমানে পুরোপুরি ঝুঁকিমুক্ত করতে কাজ করছেন নৌ-পরিবহন কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা।

 

 

অগ্নিকাণ্ডের সময় জাহাজে কোনো পর্যটক ছিল না বলে জানা গেছে। তবে আজ নির্ধারিত যাত্রা চালু থাকবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করার পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

 

বর্তমানে ঘটনাস্থলে পুলিশ, নৌ-পরিবহন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অবস্থান করছেন। জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর