বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

ওপেনিংয়ে চমক: অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫  

অস্ট্রেলিয়া আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। দলে সবচেয়ে চমক হয়ে দেখা দিয়েছে ৩১ বছর বয়সী ওপেনার **জ্যাক ওয়েদারাল্ডের** প্রথমবারের জাতীয় দল ডাক।

 

ওয়েদারাল্ডকে ওপেনিং অপশনের হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে শেফিল্ড শিল্ডে তার চমৎকার ফর্মের কারণে। তবে দলে সুযোগ পাননি মিচেল মার্শ। নতুন উদীয়মান ওপেনার **স্যাম কনস্টাস** এবং **ম্যাট রেনশ**ও স্কোয়াড থেকে বাদ পড়েছেন।

 

অস্ট্রেলিয়ার অধিনায়ক **প্যাট কামিন্স** পিঠের ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন **স্টিভেন স্মিথ**।

 

**অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট স্কোয়াড (১৫ জন)**

স্টিভেন স্মিথ (ক্যাপ্টেন), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেনডান ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মারনুস লাবুশান, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।
 

 

এই বিভাগের আরো খবর