রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৬

এসি মেরামত করতে গিয়ে প্রাণ গেল যুবকের

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১  

রাজধানীর চকবাজারে একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে আলামিন (৩৩) নামের এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাবা ওসমান গনি বলেন, ‘আমার ছেলে চকবাজারের নবাবের বাগিচায় ৯/জি নম্বর বাসার পাঁচতলায় এসির কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যাযন। তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।’

তিনি জানান, তাদের বাড়ি বরিশারের উজিরপুর উপজেলায়। আলামিন রাজধানীর মগবাজারে ভাড়া থাকতেন। আলামিনের তিন মাসের একটি মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এই বিভাগের আরো খবর