বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬   মাঘ ১৬ ১৪৩২   ১০ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

এখন এআই করবে রোগের চিকিৎসা গুগলের নতুন এআই টুল

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬  

গুগল বুধবার একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন টুল উন্মোচন করেছে, যা মানব জিনোমের জটিল রহস্য উন্মোচনে সহায়তা করবে এবং ভবিষ্যতে বিভিন্ন রোগের নতুন চিকিৎসার পথ খুলে দিতে পারে বলে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা জানিয়েছেন।

 

ডিপ লার্নিং মডেল ‘আলফাজিনোম’কে বাইরের গবেষকেরা ‘একটি যুগান্তকারী অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, এটি বিজ্ঞানীদের কঠিন জেনেটিক রোগগুলোর মূল কারণ বিশ্লেষণ ও এমনকি সেগুলো অনুকরণ করে পরীক্ষা করার সুযোগ দেবে।

 

গুগল ডিপমাইন্ডের গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট পুশমিত কোহলি সাংবাদিকদের বলেন, “২০০৩ সালে মানব জিনোমের প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র আমাদের হাতে ‘জীবনের বই’ তুলে দিয়েছিল, কিন্তু সেই বই পড়া তখনও ছিল একটি বড় চ্যালেঞ্জ।”

 

তিনি বলেন, আমাদের কাছে লেখা আছে—অর্থাৎ ডিএনএর তিন বিলিয়ন নিউক্লিওটাইড জোড়ার ক্রম, যা A, T, C ও G এই চারটি অক্ষরে প্রকাশ করা হয়। কিন্তু জিনোমের ব্যাকরণ বোঝা—ডিএনএতে কীভাবে তথ্য সঙ্কেতিত আছে এবং তা কীভাবে জীবন পরিচালনা করে—এই বিষয়টিই এখন গবেষণার পরবর্তী গুরুত্বপূর্ণ সীমান্ত।

 

মানব ডিএনএর মাত্র প্রায় দুই শতাংশ অংশ প্রোটিন তৈরির নির্দেশনা বহন করে। প্রোটিনই মূলত শরীর গঠন ও পরিচালনার কাজ করে। বাকি ৯৮ শতাংশ ডিএনএ দীর্ঘদিন ধরে ‘জাঙ্ক ডিএনএ’ হিসেবে পরিচিত ছিল। কিন্তু এখন ধারণা করা হচ্ছে, এই তথাকথিত ‘নন-কোডিং ডিএনএ’ একটি অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো কাজ করে—আমাদের প্রতিটি কোষে জেনেটিক তথ্য কীভাবে সক্রিয় হবে, তা নিয়ন্ত্রণ করে। এই অংশগুলোর মধ্যেই এমন বহু ভিন্নতা (ভ্যারিয়েন্ট) রয়েছে, যেগুলোর সঙ্গে বিভিন্ন রোগের সম্পর্ক পাওয়া গেছে।

 

আলফাজিনোম মূলত এসব জটিল জিনগত অংশ বোঝার লক্ষ্যেই তৈরি করা হয়েছে। গবেষকরা বলছেন, এটি জেনেটিক রোগের মূল কারণ খুঁজে বের করতে এবং ভবিষ্যতে নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেচার সাময়িকীতে প্রকাশিত নতুন গবেষণাপত্রে এই মডেলের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।

 

বিজ্ঞানীরা আশা করছেন, আলফাজিনোমের মতো এআই টুল জেনোমিক্স গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ক্যানসার, জেনেটিক রোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই বিভাগের আরো খবর