সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তারেক রহমান

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

নোয়াখালীর হাতিয়ার জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দেন তারেক রহমান। ছবি : সংগ্রহীত 

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে ভণ্ডুল করতে আবারও একটি মহল সক্রিয়ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি এ বিষয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।

 

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তারেক রহমান বলেন, গত দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতাও হরণ করা হয়েছে। যারা এই পরিস্থিতির জন্য দায়ী ছিল, তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভোট দেওয়া যথেষ্ট নয়, ভোটকেন্দ্রে অবস্থান নিশ্চিত করতে হবে এবং প্রতিটি ভোটের হিসাব বুঝে নিতে হবে। তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টিও গুরুত্ব পায়। তিনি বলেন, সব ধর্ম ও মতের মানুষকে একসঙ্গে নিয়ে দেশ গড়তে হবে, কারণ এই দেশই সবার একমাত্র ঠিকানা।

 

নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, প্রকৃত পরিবর্তন আনতে হলে বিএনপিকে বিজয়ী করতে হবে। অতীতে এই অঞ্চলের মানুষ অনেক প্রতিনিধিকে সুযোগ দিলেও তারা স্থায়ী সমস্যার সমাধান করতে পারেননি বলে অভিযোগ করেন তিনি। নদীভাঙন রোধ, বেড়িবাঁধ ও বল্ক বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে ধাপে ধাপে হাতিয়ার মানুষের সমস্যাগুলোর সমাধান করা হবে।

 

জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর