বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। তিনি দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সহিত উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি সবাইকে একুশের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসক সকলকে মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটানো ও যথাযথভাবে পতাকাবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমসহ জেলার  সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বিকেলে আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর