বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

আজ রাতে দেখা যাবে বছরের সবচেয়ে বড় সুপারমুন

নুসরাত নবী নিশাত

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫  

আজ রাতের আকাশে মিলবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ- সুপারমুন। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায়, এটি এমন এক পূর্ণিমা যা পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দুতে অবস্থান করছে, ফলে স্বাভাবিক পূর্ণিমার তুলনায় এটি বড় ও উজ্জ্বল দেখাবে।


সুপারমুন বা “অতিবৃহৎ চাঁদ” দেখা যায় কারণ চাঁদের কক্ষপথ পৃথিবীর চারপাশে পুরোপুরি গোল নয়, বরং এটি ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার। ফলে কিছু সময় চাঁদ পৃথিবীর কাছাকাছি আসে, আবার কিছু সময় দূরে সরে যায়।


সুপারমুন কেন বলা হয়?

যখন পূর্ণিমার চাঁদ এমন অবস্থায় থাকে যে পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দুর ১০ শতাংশের মধ্যে আসে, তখন তাকে সুপারমুন বলা হয়। এই সময়ে চাঁদ সাধারণ পূর্ণিমার তুলনায় প্রায় ৮% বড় এবং ১৬% উজ্জ্বল দেখা যায়।


২০২৫ সালের ৫ নভেম্বর, চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩,৫৭,০০০ কিলোমিটার দূরে থাকবে।নভেম্বরের এই সুপারমুনকে ‘বিভার মুন’ও বলা হচ্ছে, যা হবে এ বছরের পৃথিবীর সবচেয়ে কাছে আসা পূর্ণিমা। ফলে এ সময় চাঁদকে সবচেয়ে উজ্জ্বল ও আকাশে সবচেয়ে বড় দেখাবে। 
সন্ধ্যার আলো চারপাশে ছড়িয়ে পড়ার সাথে সাথে পূর্ব আকাশে চাঁদের উজ্জ্বল দিকটি ধীরে ধীরে দিগন্তের ওপরে উঠে আসবে, যা এক অপূর্ব দৃশ্য তৈরি করবে বলে জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করছেন ।

মুন ইল্যুশনের রহস্য

এই নাটকীয় দৃশ্যের পেছনে রয়েছে একটি মনস্তাত্ত্বিক কারণ, যাকে বলা হয় “মুন ইল্যুশন”।
চাঁদ যখন দিগন্তের কাছে থাকে, তখন এটি বড় মনে হয়, কারণ আমরা সেটিকে আশেপাশের গাছ, ভবন বা অন্যান্য বস্তুর সঙ্গে তুলনা করি। তবে চাঁদ যত ওপরে ওঠে, আমাদের মস্তিষ্ক মনে করে এটি ছোট হয়ে গেছে, যদিও বাস্তবে চাঁদের আকারে কোনো পরিবর্তন ঘটে না।
তবে নভেম্বরের পূর্ণিমা ২০২৫ সালের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমা হলেও পরবর্তী পূর্ণিমার জন্য আমাদের  খুব বেশি অপেক্ষা করতে হবে না। এ বছরের শেষ সুপারমুন দেখা যাবে ৪ ডিসেম্বর।
 

এই বিভাগের আরো খবর