বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৪

আগামী নির্বাচন গণতন্ত্রের নতুন ভিত্তি : ড. ইউনূস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫  

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং বৈশ্বিক মানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হবে, যা গণতন্ত্রকে আরও দৃঢ় করবে। একইসঙ্গে তিনি অলিম্পিক আয়োজনকে সামাজিক ব্যবসার মাধ্যমে রূপান্তরের উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন এবং ভবিষ্যতের অলিম্পিক, বিশেষত লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে কার্বন নিরপেক্ষ করার প্রস্তাব দেন।

মেয়র হিদালগো এই সময়ে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার অঙ্গীকার মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন এবং আশা প্রকাশ করেন, একদিন রোহিঙ্গারা মর্যাদাসহ নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারবেন।

ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যার লক্ষ্য বৈশ্বিক মনোযোগ আকর্ষণ এবং স্থায়ী সমাধান খোঁজা।

বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ড. ইউনূস মেয়র হিদালগোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা দুই দেশের মানবিক ও সামাজিক সহযোগিতা আরও জোরদার করবে।

এই বিভাগের আরো খবর