ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৮

১৯ মাস পরে স্বাস্থ্যবিধি মেনে জবিতে সশরীরে ক্লাস শুরু 

মাহির আমির জবি প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১  

 (বৃহস্পতিবার) সকাল ১১টা সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ক্লাসের মাধ্যমে শুরু হয়েছে সশরীরে ক্লাস। 

করোনা মহামারি জন্য দীর্ঘ ১৯ মাস ধরে সশরীরে ক্লাস বন্ধ থাকার পরে নভেম্বরের শুরুতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস - পরীক্ষা শুরু হয়। তারই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো শুরু করে। সেই সঙ্গে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের কথা ভেবে সশরীরে ক্লাস শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী শর্মি দে বলেন, দীর্ঘদিন পর ক্লাস করতে পেরে খুবই আনন্দ লাগছে আমাদের। ভাবতে পারেনি আবার যে সকলের সাথে ক্লাস করতে পারবো। ক্লাসের পরিবেশ অনেক ভালো সকলে স্বাস্থ্য বিধির বিষয়ে সর্তক রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ভ্যাকসিন নিয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা বলেন, আসলে বিষয়টি এখনো অবাক লাগছে আমাদের কাছে। এতো কঠিন পরিস্থিতির পরে আবারও তোমাদের ক্লাস নিতে পারবো। সবকিছু মিলিয়ে সুন্দরভাবে যাতে আমরা শিক্ষার্থীদের স্থগিত ক্লাস - পরীক্ষাগুলো দ্রুত সময়ে নিতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক বলেন, আমরা সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হলে সবগুলো বিভাগের ক্লাস পর্যায়ক্রমে শুরু করবো। এখন কিছু বিভাগ ক্লাস নিচ্ছে কিন্তু আমরা শিক্ষার্থীদের শতভাগ টিকা প্রদান নিশ্চিত করে পুরোদমে সকল ব্যাচের ক্লাস শুরু করবো। 

এই বিভাগের আরো খবর