ব্রেকিং:
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

রোববার   ০৬ জুলাই ২০২৫   আষাঢ় ২১ ১৪৩২   ১০ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭১

শান্তিগঞ্জে পেট্রোল ঢেলে দুইলক্ষ টাকার জাল পুড়ালেন সহকারী কমিশনার

জামিউল ইসলাম তুরান

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দুই আনুমানিক লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়েছেন সুনামগঞ্জ জেলার সহকারী কমিশনার মো.সম্রাট হোসেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জের ডেকার হাওরে এসব অবৈধ জাল পুরানো হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসনর সূত্রে জানা যায়, "মাছ চাষে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডেকার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ফলে ডেকার হাওর ঘুরে দুই লক্ষ টাকার অবৈধ বের জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলোতে পেট্রোল এবং ডিজেল  ঢেলে জ্বালিয়ে দেন সহকারী কমিশনার মো.সম্রাট হোসেন।

এব্যাপারে সম্রাট হোসেন  বলেন, সরকার এ বছর মাছের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা সকাল থেকে আজকে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে শান্তিগঞ্জের ডেকার হাওরে অভিযান চালিয়ে দুই লক্ষ টাকার জাল পুড়িয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, শান্তিগঞ্জ উপজেলার মৎস কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরো খবর