বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯১

আলকরায় ঘোডা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দিন গনসংযোগ।

চৌদ্দগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২ জুন ২০২২  

আগামী ১৫ জুন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা আলকরা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুস্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বীত্বা করছেন।

৩১ মে মংগলবার বিকালে  ইউনিয়নের  গোলাইকরা,  সোনাইছা, পদুয়া  গ্রামে ঘোডা প্রতিক নিয়ে  গনসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী   জহির  উদ্দিন রাসেল।  গনসংযোগে  ওয়াডের প্রতিটি বাড়ীর লোকজনের সাথে  দেখা করেন।এ সময় জহির  উদ্দিন রাসেল  সবাইর কাছে ভোট প্রর্থনা করেন। এবং সাংবাদিকদের বলেন সুস্ঠ নির্বাচন হলে ইনশা আল্লাহ আমি নির্বাচিত হবো।আর আমি নির্বাচিত হলে  মাদক, সন্রাস,দূর্নিতি মুক্ত সুন্দর একটি  ইউনিয়ন গঠন করবো।

এই বিভাগের আরো খবর