ব্রেকিং:
বিপিএল কবে, জানাল বিসিবি ফোনালাপ ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫   আষাঢ় ১৭ ১৪৩২   ০৫ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯

জুলাই বর্ষপূর্তি

৩৬ পর্বের আয়োজনে ধরা দেবে নতুন বাংলাদেশ

বিনোদন প্রতিবেদক 

প্রকাশিত: ১ জুলাই ২০২৫  

আজ ১ জুলাই। ইতিহাসের পাতা ওল্টালে এদিন যেন আর পাঁচটা সাধারণ দিনের মতো নয়। কারণ, ঠিক এক বছর আগে এই সময়েই জনতার বজ্রকণ্ঠে কেঁপে উঠেছিল বাংলাদেশ। যে গণজোয়ার বদলে দিয়েছিল সময়ের গতিপথ। প্রতিবাদ হয়ে উঠেছিল সাহস আর আশার নতুন নাম। তারই স্মরণে শুরু হলো জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন।

এই উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে ৩৬ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানমালা যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। দেশের নানা প্রান্তে এই আয়োজনে থাকবে স্মরণ, শ্রদ্ধা, সচেতনতা আর সাংস্কৃতিক ঐক্যের রঙিন ছোঁয়া। এই আয়োজনে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

১ জুলাই থেকে প্রচার শুরু হয়েছে ৩৬ পর্বের প্রামাণ্য অনুষ্ঠান ‘৩৬ জুলাই’। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের ভেতরে ঘটে যাওয়া প্রতিদিনের ঘটনাবলী ও আন্দোলনের ধারাবাহিকতা ধরে নির্মিত হয়েছে এ অনুষ্ঠানটি। খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান খান, ইয়াসির আরাফাত ও ইকবাল হোসেনের সম্মিলিত প্রযোজনায় নির্মিত অনুষ্ঠানটি প্রতিদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে সম্প্রচারিত হবে।

এই প্রামাণ্য ধারাবাহিকটি শুধু ঘটনাবলির পুনরুক্তি নয়, এ যেন এক আবেগময় সময়ভ্রমণ, যেখানে আন্দোলনের প্রতিটি ধ্বনি, প্রতিটি মুখ, প্রতিটি নিঃশ্বাস ফিরে আসবে চোখের সামনে।


এছাড়াও জুলাই মাসজুড়ে বিটিভিতে আরও থাকছে গণঅভ্যুত্থানের তাৎপর্য ও প্রভাব নিয়ে বিশিষ্টজনদের আলোচনা অনুষ্ঠান। থাকবে একক ও সরাসরি সংগীতানুষ্ঠান। ‘তারুণ্যের জয়গান’ শিরোনামে তরুণ প্রজন্মের কণ্ঠে ফিরে আসবে ঐতিহাসিক চেতনা।

গণআন্দোলনের আবেগকে সংগীতে রূপ দেওয়ার এক সৃজনশীল প্রয়াস হিসেবে থাকছে একটি বিশেষ থিম সং। এছাড়াও নতুন প্রজন্মের মধ্যে বাস্তব ইতিহাসের সঙ্গে সংযোগ গড়ে তুলতে প্রচার হবে নানামুখী প্রামাণ্য ও তথ্যভিত্তিক অনুষ্ঠান।

বিটিভি কর্তৃপক্ষ বলছে, এই আয়োজন শুধু স্মরণ নয়; নতুন জাগরণের বিকাশ। জুলাই গণঅভ্যুত্থান দেখিয়েছিল কীভাবে একটি জাতি জেগে উঠতে পারে, কীভাবে অধিকার আর মর্যাদার জন্য এক কণ্ঠে উচ্চারিত হতে পারে লক্ষ মানুষের দাবি। সেই স্পন্দন ফিরে আসবে বিটিভির পর্দায়, সবার চেতনায়।

এই বিভাগের আরো খবর