শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২০

১১ ফেব্রুয়ারি ‘সিঙ্গেলেই সুখী’ দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

ফেব্রুয়ারি মাসের আগমন ঘটলেই শুরু হয়ে যায় ভালোবাসা দিবসের ক্ষণগণনা। মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয় ভালোবাসার মানুষের জন্য একেকটি দিবস। রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডের ধারাবাহিকতায় আজ ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে। প্রেমিকযুগলরা এ দিনগুলো উদ্‌যাপন করছেন নিজেদের মতো করে। 

সিঙ্গেলরা হয়তো ভাবছেন এ দিনগুলো তো যুগলদের জন্য, সিঙ্গেলদের জন্য তো কোনো ডে নেই। কিন্তু সিঙ্গেলদের জন্যও রয়েছে সুখবর। আজকের দিনটি সিঙ্গেলদের জন্য।

আজ ১১ ফেব্রুয়ারি ‘সিঙ্গেলেই সুখী দিবস’। ইংরেজিতে যাকে ’স্যাটিসফায়েড স্টেয়িং সিঙ্গেল ডে’ বল হয়। সিঙ্গেলরা চাইলে নিজেদের মতো করে আজকের দিনটি সুখেই কাটাতে পারবেন।
টমাস ও রুথ রয় নামের দুজন ব্যক্তির উদ্যোগে দিনটির প্রচলন হয়। কবে থেকে এই দিবস পালিত হচ্ছে সেটি জানা যায়নি।

দিবসটিকে নিজের মতো করে উদ্‌যাপন করতে দূর কোথাও ঘুরে আসতে পারেন। আবার চাইলে সব সিঙ্গেল বন্ধুরা মিলে পার্টি বা পিকনিক করেও কাটাতে পারেন আজকের দিনটি।

এই বিভাগের আরো খবর