রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৯

১০ লাখ পেরিয়ে শাকিব-ফারিয়ার ‘ও প্রিয়া’ (ভিডিও)

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯  

লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে গত ২৫ আগস্ট বিকালে প্রকাশ পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জুটির প্রথম ছবি ‘শাহেনশাহ’র নতুন গান ‘ও প্রিয়া’। পুরোপুরি রোমান্টিক ধাঁচের গানটি প্রকাশের দুই দিনের মধ্যেই ১০ লক্ষের বেশি ইউটিউবে গানটি দেখেছেন দর্শকরা। থাইল্যান্ডে দারুণ সব লোকেশনে চিত্রায়িত গানটিতে দুর্দান্ত পারফর্ম করেছেন শাকিব খান-নুসরাত।

‘ও প্রিয়া’ শিরোনামের এ গানটি লিখেছেন ও মিউজিক করেছেন লিংকন। আর গানটিতে কন্ঠ দিয়েছেন অশোক সিং। এই গানে গিটার বাজিয়েছেন রাজা চৌধুরী। গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছে।


 
গানটি দেখে অনেকেই বলছেন, শাকিব-ফারিয়ার কেমিস্ট্রি মন ছুঁয়ে গেছে। শুধু তাই নয়, গান দেখার পর অনেকেই, ‘শাহেনশাহ’ ছবি দেখার আগ্রহ প্রকাশ করে মন্তব্য করেন।

শাকিব খান বলেন, ‘শাহেনশাহ’ ভালোলাগার মতো ছবি। এ ছবির ‘ও প্রিয়া’ শিরোনামের গানটির শুটিং হয়েছে সুন্দর কিছু লোকেশনে। গানটি আলাদা স্বাদের। আমার বিশ্বাস, গানের পাশাপাশি ছবিটিও দর্শকরা পছন্দ করবেন।

জানা গেছে, আসছে ৪ অক্টোবর শাহেনশাহ ছবিটি মুক্তি পাবে। শাকিব-নুসরাত ছাড়াও ছবিটিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোদেলা জান্নাত, মিশা সওদাগর, উজ্জল, আহমেদ শরিফ, সাদেক বাচ্চু, অমিত হাসান, শিবাসানু, ডন, ডিজে সোহেল, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ।

এই বিভাগের আরো খবর