মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৪

হানিমুনে কোথায় গেলেন শিরিন শিলা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪  

সদ্যই বিয়ে করেছেন ঢাকাই চিত্রনায়িকা শিরিন শিলা। দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলকে বিয়ে করেছেন তিনি। চলতি বছরের শুরুতেই নায়িকা জানিয়েছিলেন যে এ বছরেই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তারা।

শিরিন-সাজিলের প্রথম সাক্ষাৎ হয় ২০১৮ সালের ১০ অক্টোবর। ৬ বছর আগের প্রেমের শুভদৃষ্টির দিনটিকে স্মরণ করে গত ১০ অক্টোবর বিয়ে সারেন তারা। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়।

বিয়ে হতেই শিরিন-সাজিল এখন সাক্ষাৎ সুখী দম্পতি। তাদের বিয়ের বয়স এখন ১৫ দিনের মতো। সময়টা এখন হানিমুনের; তাতে কোনো সন্দেহ নেই।

তবে তারা কি আদৌ তাদের হানিমুন সম্পন্ন করলেন? শুক্রবার সামাজিক মাধ্যমে শিরিনের একটি ভিডিও পোস্টে দেখা যায়, গাড়িতে করে ঘুরতে বেরিয়েছেন নায়িকা ও তার স্বামী সাজিল। লিখেছেন 'বেড়াতে যাই কক্সবাজার'।


পরদিন এক রৌদ্রোজ্জ্বল সকালে মিষ্টি রোদের ছোঁয়া গায়ে লাগিয়ে এক ফ্রেমে নিজেদের ধরা দিলেন শিরিন সাজিল। একটা অভিজাত হোটেলের সুইমিংপুল কমপ্লেক্স থেকে ছবিটি ছেড়েছে দেখে বোঝা গেল। দুজনের চোখেই রোদচশমা, গায়ে টিশার্ট। বোঝাই যাচ্ছে, সেখানে বেশ জমিয়ে, চিলিং সময় কাটাচ্ছেন এই নবদম্পতি।

শিরিন-সাজিলের এই ভালোবাসায় ভরা মুহূর্ত অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন তারা। ফেসবুক পোস্টে ছবিগুলো শেয়ার করে শিরিন লিখেছেন, ‘শুভ সকাল কক্সবাজার!’ যদিও তারা হানিমুন উদযাপনে সেখানে গিয়েছেন কি না, তা স্পষ্ট করে লেখা নেই।

দুজনকে একসঙ্গে দেখে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান ভক্তরা। তবে নেটিজেনদের ধারণা, নিশ্চই হানিমুন কাটাতেই কক্সবাজার পাড়ি জমিয়েছেন এই নবদম্পতি। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, সেটিও কামনা করেন অনুরাগীরা।

এই বিভাগের আরো খবর