রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

হলিউডে নতুন প্রেমের গুঞ্জন: সোফি টার্নার ও ক্রিস মার্টিন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫  

হলিউডে নতুন প্রেমের খবর ছড়িয়ে পড়েছে। গেম অব থ্রোনস অভিনেত্রী সোফি টার্নার এবং কোল্ডপ্লে ফ্রন্টম্যান ক্রিস মার্টিনকে সম্প্রতি একসঙ্গে দেখা গেছে। ভক্তদের কৌতূহল বেড়েছে—তারা কি নতুন তারকা জুটি হতে চলেছেন?

 

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে এই দুই তারকাকে গোপনে ডেট করতে দেখা গেছে। তবে তাদের সম্পর্কের সূত্রপাত অনেক আগের। ২০২০ সালে সোফির জন্মদিনে তার তৎকালীন স্বামী জো জোনাস ক্রিস মার্টিনের একটি ভিডিও বার্তা উপহার দিয়েছিলেন, যেখানে মার্টিন সোফিকে শুভেচ্ছা জানান এবং চুমু ছুড়ে দেন।

 

সময় বদলেছে—২০২৩ সালে সোফি জো জোনাসের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবন শেষ করেন। অন্যদিকে ক্রিস মার্টিনও চলতি বছরের জুনে ডকোটা জনসনের সঙ্গে আট বছরের সম্পর্ক শেষ করেছেন। বিচ্ছেদের পর সোফি কিছুদিন ব্রিটিশ অভিজাত পেরেগ্রিন পিয়ারসনের সঙ্গে সম্পর্কে ছিলেন, যা সেপ্টেম্বরের শেষ দিকে ভেঙে যায়। এরপরই সোফি ও মার্টিনের সেই আলোচিত সাক্ষাৎ ঘটে।

 

এই সম্পর্ক নিয়ে কেউ এখনো মুখ খোলেননি; সোফি এবং ক্রিস দুই পক্ষই কোনো মন্তব্য করেননি।
 

এই বিভাগের আরো খবর