শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫০

সড়ক দুর্ঘটনায় ২ বছরের শিশু নিহত, মাসহ আহত ৩

কক্সবাজার  প্রতিনিধি

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪  

কক্সবাজার জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় তানজিম (২) নামে এক শিশু নিহত হয়েছেন। এ সময় শিশুটির মাসহ আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় রামু মিঠাছড়ি কাইম্যারঘোনায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রামু কাইম্যাররঘোনা এলাকার শাহিনের ছেলে এবং এ ঘটনায় তার স্ত্রী রুবিনা আক্তার আহত হয়েছেন। আহত বাকি দুইজনের পরিচয় মেলেনি। 

শিশুর বাবা শাহিন বলেন, ডিসি স্যারের গাড়ির ধাক্কায় আমার দুই বছরের শিশু নিহত হয়। আমার স্ত্রীও গুরুতর আহত হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছেন। আহত এক নারীর পরিস্থিতি অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরও জানান, সকালে ডিসি মহোদয় উখিয়া একটি এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন। এ সময় টেকনাফের দিক থেকে আসা একটা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিসি মহোদয়ের গাড়ির সামনে পড়ে যায়। মোটরসাইকেলের দুইজন আরোহীকে বাঁচাতে চালক সাইডে ব্রেক করলে গাড়ির ধাক্কায় ওই শিশু নিহত হয়। 

এই বিভাগের আরো খবর