শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২১

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি, ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৯ মে ২০২২  

ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন সাঈদী
স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতিকে আটক করেছে র‍্যাব। আটক ছাত্রলীগ নেতার নাম দেলোয়ার হোসেন সাঈদী ওরফে সাহেদী হোসেন।

বৃহস্পতিবার (১৯ মে) ভোরে রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।


র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহারকারী চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন সাঈদীকে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করেছে র‍্যাব-৩।’

এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরকে আটক করা হলেও কমান্ডার মঈন এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

তবে র‍্যাবের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, ‘জুবায়েরকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।’

এই বিভাগের আরো খবর