রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৪

সোশ্যাল মিডিয়ায় ভিক্ষা করে ৪২ লাখ টাকা আয়!

প্রকাশিত: ১১ জুন ২০১৯  

সংযুক্ত আরব আমিরাতের এক নারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে খবর রটিয়ে মানুষকে প্রতারিত করে টাকা নেওয়ার অভিযোগ ওঠেছে। মাত্র দু সপ্তাহ তিনি ৫০ হাজার মার্কিন ডলার আয় করেছেন। বাংলাদেশি মুদ্রায় তার আয়ের পরিমাণ ২০ হাজার ৮৭৫ টাকা। 

জানা গেছে, ওই নারী সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যর্থ দাম্পত্য জীবনের মিথ্যে খবর ছড়িয়ে দিয়ে মাত্র ১৭ দিনে প্রায় ৫০০০০ ডলার আয় করেছেন। তিনি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে সন্তানদের ছবিসহ একটি পোস্ট লেখেন। তিনি পোস্টে জানান, যে তার স্বামী তাকে ছেড়ে গেছেন। এখন সন্তানদের খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখার জন্য অর্থের প্রয়োজন।

পোস্টটি দেখে তার ওপর সহানুভূতিশীল হয়ে অনেক মানুষ টাকা পাঠিয়ে দেন। কিন্তু পোস্টটি তার স্বামীর চোখে পড়তেই বিপত্তি বাধে। তিনি পুলিশে খবর দেন। পুলিশকে তিনি আরো জানান, সন্তানরা তার মায়ের সঙ্গে নয়, বাবার সঙ্গেই থাকে।

মানুষকে প্রতারিত করে টাকা নেওয়ার অভিযোগে দুবাই পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে। দুবাইতে এই ধরনের অপরাধ অত্যন্ত ঘৃণ্য বলে বিবেচিত হয়। 

এদিকে, দুবাই পুলিশের এক কর্মকর্তা বলেছেন, অনেকে রোগ কিংবা অক্ষমতার কারণ দেখিয়ে মানুষের উদার মনোভাবকে ব্যবহার করে থাকেন। এ ধরণের অপরাধকে আমরা বরদাস্ত করব না। রমজান মাসেই ১২৮ জন ভিখারিকে গ্রেপ্তার করেছি আমরা। 

এই বিভাগের আরো খবর