বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৩৯

সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে বৃক্ষরোপন

আরিফ চৌধুরীঃ

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০  

সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে এবং বাংলাদেশ বন গবেষণা ইনিস্টিউট, চট্টগ্রাম এর সার্বিক সহযোগিতায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। 

বুধবার গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাঙ্গণে প্রায় দুই শতাধিক গাছ রোপণ করা হয়।

বৃক্ষ রোপণ কর্মসূচি  উদ্বোধন করেন শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ খলিলুর রহমান। 

আরও উপস্থিত ছিলেন উপ- পরিচালক ডাঃ তপন কান্তি সরকার, সহকারী পরিচালক ডাঃ আমিনুল ইসলাম, আবাসিক সার্জন ডাঃ কৃষ্ণ কুমার রায়, মহানগরে সভাপতি মনিরুল ইসলাম রাজিব, সাধারণ সম্পাদক মেহেদী রানা চৌধুরী, পরশমণি ল্যাবরেটরি স্কুলের উপাধ্যক্ষ নূরউদ্দিন সোহাগ, নির্বাহী সদস্য এস এম মিজানুর রহমান, এডভোকেট একাব্বর হোসেন, গাজীপুর মেট্রো থানার সভাপতি নাদিম মোড়ল, সহ সভাপতি শামিম হোসেন, আমান উল্লাহ দেওয়ান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক সত্যনারায়ণ, সাংগঠনিক সম্পাদক সাফাত ইসলাম,  প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর