রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৪

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আব্দুর রহমান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১  

যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বাজার ষ্টেশনস্থ শহীদ মিনার ‘মুক্তির সোপানে’ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান ও পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, সিভিল সার্জনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, চিকিৎসক,  শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে,  রোববার (২১ ফেব্রুয়ারী) সকালে ইবি রোডস্থে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়াও ভোর থেকে মুক্তির সোপানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, আইনজীবি ও বিচারকসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এই বিভাগের আরো খবর