শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৮

সিঙ্গেল লাইফ উপভোগ করছেন ফারিয়া

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে যেখানে কথা বলতে চান না তারকারা, সেখানে এসব বিষয় নিয়ে খোলামেলা স্বভাবের অভিনেত্রী নুসরাত ফারিয়া।

নুসরাত এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি নাকি এক দিনের জন্যও সিঙ্গেল ছিলেন না। সেই সঙ্গে তার প্রেম ও প্রেমিকদের কথা বলেছেন তিনি। তার দর্শক-অনুরাগীদের বলেছেন, জীবনে প্রথম প্রেমে পড়েছিলেন কবে।

ফারিয়া বলেন, তার জীবনে প্রথম প্রেম ধরা দিয়েছিল যখন তার বয়স ১৫ বা ১৬। সে সময় নাকি তার প্রেমিক তাকে নীল কালিতে চিঠি লিখেছিল, সেখানে খুব সুন্দর একটা গান লেখা ছিল।

সে সময় ফারিয়া ভেবেছিলেন, ‘বাহ ছেলেটা তো কবি!’ তিনি তখনও গানটা সম্পর্কে জানতেন না। সেই ১৫/১৬ বছর বয়স থেকে গেল ৩ ডিসেম্বর পর্যন্ত ফারিয়া নাকি এক দিনও সিঙ্গেল ছিলেন না।

ফারিয়া আরও বলেন, এখন নাকি আগের মতো প্রেমে পড়েন না। বর্তমানে একা থাকাটা উপভোগ করেন বেশ। এরপর উল্লেখ করেন, গেল দুই মাস থেকে তিনি সিঙ্গেল। আর এই সময়টা দারুণ উপভোগ করছেন।

ফারিয়ার জীবনে দীর্ঘদিন প্রেমিক ছিলেন রনি রিয়াদ রশিদ। ২০২০ সালের মার্চে তার সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছিল তাদের। কথা ছিল, সে বছরের ডিসেম্বরে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবেন তারা। কিন্তু আড়াই বছর পর জানান, বিয়েটা হচ্ছে না তাদের।

এই বিভাগের আরো খবর