ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৭

সাকিবের প্রশংসায় হার্শা ভোগলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন ২০১৯  

ইংল্যান্ড বিশ্বকাপে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ে জয় তুলে নিয়েছে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ৩২২ রানের পাহাড় ডিঙিয়ে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট তালিকার আট নম্বর থেকে পাঁচ নম্বরে উঠে এসেছে টাইগাররা। এর ফলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকলো মাশরাফি বিন মর্তুজার বাহিনী।

আগে ব্যাট করে উইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে ৫১ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ম্যাচজয়ী (১২৪) রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। ৬৯ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন লিটন দাস। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান এখন ৫-এ।

এই ম্যাচে অপ্রতিরোধ্য ছিলেন সাকির। ভাঙলেন, গড়লেন বেশকিছু রেকর্ড। ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি। লিটন দাশের সঙ্গে ২০১৯ বিশ্বকাপে রেকর্ড ১৮৯ রানের জুটি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক। অ্যারন ফিঞ্চকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ ৩৮৪ রান সংগ্রহ। এ সবই সাকিবের জুলিতে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সাকিবের প্রশংসা করে ভারতের ক্রিকেট ধারভাষ্যকার হার্শা ভোগলে টুইট করেছেন। একের পর এক টুইট করে সাকিব ও বাংলাদেশের প্রশংসা করেছেন তিনি। লিখেছেন, ‘আমি সত্যি সাকিবের ইনিংস উপভোগ করছি। শুধু সে রান পাচ্ছে বলে নয় সঙ্গে প্রয়োজনীয় রানের জন্য দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।’

এই বিভাগের আরো খবর