বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৮ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬২

সাংবাদিক ও সুশীল সমাজ, দৈনিক গণমুক্তি ৫০ বছর পূর্তি উপলক্ষে

শামীম শরীফ

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

মাগুরায় সাংবাদিক ও সুশীল সমাজ, দৈনিক গণমুক্তি ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটলেন.

মানুষের জীবনযাত্রা ও সমাজের রূপরেখা তুলে ধরার একমাত্র মাধ্যম সংবাদপত্র। ৩০ শে জানুয়ারি রবিবার সকাল ১১ টার সময় দি রয়েল কমিউনিটি এন্ড রেস্টুরেন্ট স্টেডিয়াম, মাগুরায় দৈনিক গণমুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভার আয়োজন করে দৈনিক গণমুক্তি ও মাগুরা রিপোর্টার্স ইউনিটি পরিবার।

আলোচনায় উঠে আসে, স্বাধীনতার পর পরই দৈনিক গণমুক্তি প্রতিষ্ঠানটির জন্ম হয়। এই গণমুক্তি প্রতিষ্ঠানটি স্বাধীনতার পর থেকে অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে এ পর্যন্ত এসেছে।

আলোচনা শেষে কেক কেটে দৈনিক গণমুক্তির জন্মদিনের শুভেচ্ছা জানান মাগুরা জেলা প্রতিনিধি এইচ এন কামরুল ইসলাম সভাপতি মাগুরা রিপোর্টার্স ইউনিটি।

 দৈনিক গণমুক্তির পক্ষ থেকে মাগুরা জেলা প্রতিনিধি অতিথিদেরকে ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ মসিউদ্দৌলা রেজা পিপিএম সেবা (বার) পুলিশ সুপার মাগুরা এর পক্ষে বক্তব্য দেন মোঃ কলিমুল্লাহ এডিশনাল এসপি (ক্রাইম এন্ড অফ) এর পক্ষ থেকে কেক কেটে ক্রেস্ট গ্রহণ করেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাভেল দাস জেলা তথ্য অফিসার (অ.দা.) মাগুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ মোস্তাফিজুর রহমান অফিসার ইনচার্জ, সদর থানা, মাগুরা।

মোঃ জাব্বারুল ইসলাম, অফিসার ইনচার্জ, শ্রীপুর থানা, মাগুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাকিব হাসান তুহিন, কাউন্সিলর পৌরসভা মাগুরা।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শেখ সালাউদ্দিন স্বেচ্ছা সেবক লীগ সাবেক আহ্বায়ক মাগুরা। কৌশিক আহমেদ, স্টাফ রিপোর্টার্স মুভি বাংলা টেলিভিশন ঢাকা। শামীম শরীফ, সাংবাদিক, নাট্যকার, ও নাট্য পরিচালক। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ জিল্লুর রহমান অধ্যক্ষ অমরেশ বসু মহাবিদ্যালয় আলোকদিয়া।

মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক, মাগুরা রিপোর্টার্স ইউনিটি। অনুষ্ঠান সভাপতিত্ব করেন এইচ এন কামরুল ইসলাম, সভাপতি, মাগুরা রিপোর্টার্স ইউনিটি, মাগুরা।

এই বিভাগের আরো খবর