বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৯ ১৪৩২   ০১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির: জরিপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক জরিপে দেখা গেছে, সরকার গঠনের ক্ষেত্রে বিএনপিকে সবচেয়ে এগিয়ে ভাবছেন ভোটাররা। জরিপে অংশগ্রহণকারীদের ৪০ শতাংশ বিশ্বাস করেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ফলাফল প্রকাশ করে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরওয়ার জরিপের তথ্য উপস্থাপন করেন।

৮টি বিভাগের ৬৪ জেলার ৯ হাজার ৩৯৮টি পরিবার/খনার মোট ১০ হাজার ৪১৩ জন ভোটারের ওপর এ জরিপ চালানো হয়।

ফলাফল অনুযায়ী, ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বিএনপি। দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন ৪১ দশমিক ৩০ শতাংশ ভোটার। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী (৩০ দশমিক ৩০ শতাংশ), তৃতীয় স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (১৮ দশমিক ৮০ শতাংশ) এবং চতুর্থ স্থানে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি (৪ দশমিক ১০ শতাংশ)।

জরিপে অংশ নেওয়া ৪৫ দশমিক ৫৮ শতাংশ ভোটার মনে করেন, আওয়ামী লীগের বিচার হওয়ার আগে তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়।

বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি দেশের ৬টি বিভাগে এগিয়ে আছে। জামায়াত এগিয়ে রয়েছে রংপুরে এবং আওয়ামী লীগ বরিশালে শীর্ষে রয়েছে।

এই বিভাগের আরো খবর