রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৫৭

সময় - সাজেদা পারভিন সাজু

প্রকাশিত: ২০ আগস্ট ২০২০  

সময়

সাজেদা পারভিন সাজু
——-
তোমার চলা আমার সাথে
পায়ে পায়ে হেটে হেটে
পিচ ঢালা নয়তো, মেঠো পথে ।
কখনো বা গাছের ছায়ে
লতায় পাতায় জড়িয়ে ।
কখনো বৃষ্টি হয়ে
লুকিয়ে থাকো মেঘের ভাজে ।
নদীর মতো ছুটে চলো
এঁকে বেঁকে দু’কূল ছুঁয়ে ।
সেই নদীতে ঢেউ তুলে
আমায় রাখো ভাসিয়ে।
বলি তোমায় এমনি করে
থেকো তুমি মোর কাছে !
শুধু বিদায় কালে বলবো তোমায়
আমায় ভূলনা কোন কালেই।।

এই বিভাগের আরো খবর