বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৬

সমুদ্রের পানিকে লবণমুক্ত করে বোতলজাত করবে সৌদি আরব

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৩১ মে ২০২১  

সমুদ্রের পানিকে লবণমুক্ত করে বোতলজাত করার একটি প্রকল্পের উদ্বোধন করেছে সৌদি আরব। এরই অংশ হিসেবে প্রথমবার ডিস্যালানাইজেশন প্লান্ট উদ্বোধন করেছে দ্য রেড সি ডেভেলপমেন্ট কো. (টিআরএসডিসি)। কার্বন নিঃসরণ কমাতে পরিবেশ বান্ধব এই প্লান্টটি সৌর এবং বায়ুর সাহায্যে চলবে। খবর আরব নিউজের।

টিআরএসডিসি’র চিফ অব স্টাফ আহমেদ গাজি দারউইশ বলেছেন, সোর্স গ্লোবাল এবং পুনর্ব্যবহারযোগ্য খাবার পানি প্রক্রিয়াজাতকরণে বিশেষজ্ঞ পিবিসি’র সঙ্গে মিলে এই প্রজেক্ট শুরু করা হয়েছে। তিনি বলেন, সৌরচালিত এই ডিস্যালানাইজেশন প্লান্টটি বিশ্বের সবচেয়ে বড় হবে। প্রতি বছর এখানে ২ মিলিয়ন ৩৩০ মিলি লিটার বোতলজাত পানি উৎপাদিত হবে।

সামনের বছরগুলোতে প্রতি বছর ৩ লাখ বোতল পানি উৎপাদন শুরু হবে বলেও জানান দারউইশ। আর পুরো প্রকিয়া পরিবেশবান্ধব রাখতে পুনর্ব্যবহারযোগ্য বোতল ব্যবহার করা হবে। প্লান্ট নির্মাণের প্রথম ধাপে বিশেষজ্ঞরা একটি আদর্শ জমি নির্বাচন করবেন এবং ভার্চুয়াল জরিপের পর ১০০ হাইড্রোজেন প্যানেল বসানো হয়েছে।

এছাড়া দ্বিতীয় ও তৃতীয় ধাপে ১২০০ হাইড্রোজেন প্যানেল বসানো হবে। এরপর প্লান্টে প্রয়োজনীয় সরঞ্জামাদি এবং পুনর্ব্যবহারযোগ্য বোতল সরবরাহ করা হবে। দারউইশ বলেন, ডিস্যালানাইজেশন করার জন্য টিআরএসডিসি পুরোপুরি সৌরচালিত শক্তি ব্যবহার করবে যাতে ভালো মানের ফ্রেশ পানি পেতে হাইড্রোজেন প্যানেলের কনডেনসেশন লেভেল বাড়ানো যায়।

এই বিভাগের আরো খবর