বৃহস্পতিবার   ৩০ অক্টোবর ২০২৫   কার্তিক ১৫ ১৪৩২   ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

সমালোচনাকে শ্রদ্ধা করি: সারা আলি খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫  

তারকা পরিবারের সন্তান হয়েও জীবনের শুরুটা সহজ ছিল না সারা আলি খানের জন্য। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে হয়েও তাকে লড়তে হয়েছে মানসিক চাপ, তুলনা ও সমালোচনার বিরুদ্ধে। আলো ঝলমলে জীবনের আড়ালে থাকা এই কষ্টের কথাই খোলামেলা বলেছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান, ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

 

সারা বলেন, “আপনি যদি সমাজের পরিচিত মুখ হন, তাহলে চারদিক থেকে অসংখ্য মতামত আসবে—আপনি চাইলেও বা না চাইলেও। তবে সময়ের সঙ্গে আমি শিখেছি কোনটা গ্রহণ করতে হবে, আর কোনটা উপেক্ষা করতে হবে।”

 

তিনি আরও যোগ করেন, “আমার কাজ নিয়ে গঠনমূলক সমালোচনা আমাকে শেখায়, বড় হতে ও উন্নতি করতে সাহায্য করে। আমি এমন সমালোচনাকে সম্মান করি।”

 

তবে ব্যক্তিগত কটাক্ষ নিয়ে সারা বলেন, “যদি মনে হয় কেউ শুধুই আমাকে ছোট করার চেষ্টা করছে, তাহলে সেই কথাগুলো আমি নিজের মনে ঢুকতে দিই না।”

 

সারার ভাষায়, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি কে—আমার মূল্যবোধ কী, আমার উদ্দেশ্য কী, এবং যারা আমাকে পর্দার বাইরে চেনে, তাদের সঙ্গে সত্যিকারের সম্পর্ক বজায় রাখা।”

 

২০১৮ সালে *কেদারনাথ* ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সারার। এরপর *সিম্বা*, *কুলি নং ১*, *আতরঙ্গি রে* এবং *জারা হাটকে জারা বাঁচকে*— এসব ছবিতে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে বলিউডে জায়গা করে নিয়েছেন তিনি।
 

এই বিভাগের আরো খবর