বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৯ ১৪৩২   ০১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

সংসদ নির্বাচনে কাউকেই সবুজ সংকেত দেওয়া হয়নি: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাউকেই সবুজ সংকেত বা প্রার্থী হিসেবে আগাম অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “দলীয় প্রার্থী চূড়ান্ত করবে পার্লামেন্টারি বোর্ড। কোনো ধরনের গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি।”

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য প্রার্থীদের তালিকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রিজভী জানান, “কোনো নির্বাচনী এলাকায় কাউকেই সবুজ সংকেত দেওয়া হয়নি। যাদের পারফরম্যান্স ভালো হবে, দলীয় প্রক্রিয়ায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদেরই মনোনয়ন দেওয়া হবে।”

তিনি বলেন, “বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে সম্পন্ন হয়। পার্লামেন্টারি বোর্ডই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। তফসিল ঘোষণার আগে গণমাধ্যমে প্রকাশিত মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে রিজভী বলেন, “তিনি প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দিচ্ছেন। দল যাকে মনোনয়ন দেবে, তার জন্য সকলে একসঙ্গে কাজ করতে হবে। এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা হয়নি।”

তিনি আরও বলেন, “তারেক রহমান নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করতে বলেছেন। জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস। জনগণ পাশে থাকলে কোনো প্রোপাগান্ডা বিএনপিকে দুর্বল করতে পারবে না।”

সরকারবিরোধী অবস্থান তুলে ধরে রিজভী অভিযোগ করেন, “একটি কুচক্রি মহল নানা অপতথ্য ছড়িয়ে বিএনপির ভেতরে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। কিছু গণমাধ্যম মিথ্যা প্রচারণায় লিপ্ত হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে।”

তিনি দাবি করেন, বিএনপি নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। যথাসময়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্য, জনপ্রিয় ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এবং আবদুস সাত্তার পাটোয়ারি উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর