ব্রেকিং:
জাকসু নির্বাচনের ফলাফল পেতে ১২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম।

শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২০

শ্রীপুরে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা,থানায় অভিযোগ

নজরুল ইসলাম, গাজীপুর

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪  

গাজীপুরে শ্রীপুরে কলেজ ছাত্রীকে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে মেয়ের বাড়িতে হামলা করে মারধরের ঘটনায় থানায় অভিযোগ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের তাছলিমা খাতুনের বাড়িতে এই ঘটনা ঘটেছে।

 

অভিযোগ সুত্রে জানা যায়,বাদী তাছলিমার মেয়ে স্থানীয় ধলাদিয়া ডিগ্রী কলেজে লেখা পড়া করে।প্রায় সময়ই তার মেয়েকে কলেজে যাওয়া আসার পথে কিছু বখাটে ছেলে বিভিন্ন ভাবে উত্ত্যেক করতে থাকে।এই বিষয়ে কলেজ ছাত্রী তার মাকে জানালে তিনি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানান।আর এই কারণে ক্ষিপ্ত হয়ে রুবেল,রাশেদ,মোফাজ্জল,খোকন,হানিফা তাদের বাড়িতে হামলা করে।

 

বাদী তাসলিমা বলেন,রুবেল প্রায় সময়ই আমার মেয়েকে কলেজে যাওয়া আসার পথে বিভিন্ন ভাবে উত্ত্যেক করতো।আমার মেয়ে আমাকে যখন জানায় তখন আমি স্থানীয় ব্যক্তিদের জানাই।আর তাতেই তার সঙ্ঘবদ্ধ হয়ে আমার বাড়িতে এসে আমার এবং আমার মেয়ের উপরে হামলা করে।

 

অভিযোগের বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)জয়নাল আবেদিন মন্ডল জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

এই বিভাগের আরো খবর