ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩২

শেরপুরের নালিতাবাড়ীতে টিআইবি এর উদ্যোগে তালবীজ রোপন

নালিতাবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১  

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সনাক, টিআইবি এর উদ্যোগে ৪০০ তালবীজ রোপন করা হয়েছে। বেশি করে তালগাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানি কমাই’ – এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার(২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাইপাস সড়কে পরিবেশ বান্ধব ও বজ্রপাত প্রতিরোধে এই তালবীজ রোপন করেন সনাক, নালিতাবাড়ী ইয়েস গ্রুপের সদস্যরা।

আয়োজিত তালবীজ রোপন কর্মসূচীর সভাপতিত্ব করেন সনাক, নালিতাবাড়ী সভাপতি সাদরুল আহসান মাসুম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সামিদুল হক, ইয়েস গ্রুপের দলনেতা অভিজিৎ সাহা সহ সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যবৃন্দ।

সনাক সভাপতি সাদরুল আহসান মাসুম বলেন, বজ্রপাত প্রতিরোধে সনাকের উদ্যোগে আমরা ৪০০ তালবীজ রোপন করেছি। বজ্রপাতে প্রাণহানি কমাতে আমাদের সকলেরই উচিত বেশি করে তালবীজ লাগানো।

এই বিভাগের আরো খবর