বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৯ ১৪৩২   ০১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

শেখ হাসিনার গুলিতে ভয় পাইনি, কারো ছোড়া ডিমে কিছু যায়-আসে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫  

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় তিনি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানান।

এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্সের ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিওতে আখতার হোসেন বলেন, “আমরা সেই প্রজন্ম, যারা শেখ হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। অতএব কারও ছোড়া ডিমে আমাদের কিছু যায়–আসে না।”

তিনি অভিযোগ করে বলেন, “এয়ারপোর্টে আওয়ামী লীগ হুংকার দিয়ে এসেছে, অশ্রাব্য গালিগালাজ করেছে, বিশেষ করে আমাদের যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাকে উদ্দেশ্য করে। এটাই আওয়ামী লীগের চরিত্র।”

আখতার আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, জুলাই অভ্যুত্থানপন্থী শক্তির ওপর আওয়ামী লীগ হামলে পড়বে—এতে অবাক হওয়ার কিছু নেই। বরং আমাদের মনে হয়, এক বছরে অন্তর্বর্তী সরকারের যে প্রক্রিয়ায় আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার কথা ছিল, সেটা খুব সামান্য অগ্রসর হয়েছে। যারা বিদেশে পালিয়ে গেছে, তারা সেখানেও সন্ত্রাস করছে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দেশে ও বিদেশে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের ফিরিয়ে এনে বিচারের আওতায় নিতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছানোর পর যুবলীগ নেতা মিজানুর রহমান তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

এই বিভাগের আরো খবর