শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৩

শাল্লায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন

বকুল আহমেদ তালুকদার শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১  

 

"বেশী বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি' শ্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শাল্লায় জতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপিত হয়েছে। 

২৮আগষ্ট থেকে ৩সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় কর্মসুচি হিসেবে বিভিন্ন ইভেন্ট গ্রহন করা হয়েছে। উদ্ভোধনের ১ম দিনে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচার কাজ শেষে উপজেলা কনফারেন্স হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন। 

উক্ত মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামানের পরিচালনায় ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন। 
এছাড়া বিশেষ অথিতি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগির কবির খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ ফজলুল করিম উপস্থিত ছিলেন। 

তাছাড়া শাল্লায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীগণ, স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফিস প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারি ও স্থানীয় মৎস্যজীবি প্রতিনিধিগণ উপস্থিত থেকে নিজ নিজ অভিমত ব্যক্ত করেন। 

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপনে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের পাশাপাশি সার্বিক সহযোগিতায় স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অংশ নেন। 

এই বিভাগের আরো খবর