মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫২

শক্তিমান এবার সিনেমায়, ট্রিলজি নিয়ে মাঠে নামছেন মুকেশ খান্না

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০  

ভারতীয় সিনেমায় এখনও পর্যন্ত সুপারহিরো ছবিগুলির মধ্যে শাহরুখ খানের রা ওয়ান ও হৃত্বিক রোশনের কৃষ জনপ্রিয়তা পেয়েছিল। আশি বা নব্বইয়ে দশকে জন্মানো অনেকের কাছে আজও আকুলতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতীয় সুপারহিরোর এই সিরিয়াল।

১৯৯৭ সাল থেকে দূরদর্শনে 'শক্তিমান' দেখানো শুরু হয়। সুপারম্যান-স্পাইডারম্যান-ব্য়াটম্যানদের ভিড়েও শিশুদের সুপারহিরো হয়ে ওঠে 'শক্তিমান'। অল্প সময়ের মধ্য়েই জনপ্রিয় হয়ে যায় 'পন্ডিত গঙ্গাধর বিদ্য়াধর মায়াধর ওমরাকনাথ শাস্ত্রী'। আশি বা নব্বইয়ে দশকে জন্মানো অনেকের কাছে আজও নস্ট্যাললজিয়া দেশি সুপারহিরোর এই সিরিয়াল। অভিনেতা মুকেশ খান্নার সৌজন্যে খুব তাড়াতাড়িই এবার ঘরে ঘরে ফিরছে 'শক্তিমান'। তবে এবার ছবির আকারে, তিন-তিনটি পর্ব নিয়ে। তৈরি করা হবে তিনটি সিনেমা অর্থাৎ ট্রিলজি।

এক বেসরকারি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রিলজি তৈরির কথা জানিয়েছেন মুকেশ। তিনি বলেছেন, 'শক্তিমানকে পর্দায় ফিরিয়ে আনতে পারা খুবই আনন্দের। এতদিনে তাঁর স্বপ্নপূরণ হয়েছে।' শক্তিমানকে ভারতীয় বিনোদন জগতের প্রথম সুপারহিরো আখ্যা দেন তিনি। নিজের অভিনয় করা চরিত্রকে 'সুপার টিচার' বলেও অভিহিত করেছেন মুকেশ। তবে টিভির পর্দায় কিংবা OTT প্ল্যাটফর্মে নয়। এবার বড় পর্দায় শক্তিমান নিয়ে আসছেন মুকেশ খান্না।

শুক্রবার সোশ্যাল মিডিয়াতেও এই ছবি তৈরির কথা জানিয়েছেন মুকেশ খান্না। তিনি লিখেছেন, 'এবার দুনিয়াকে জানানোর সময় এসে গেছে, দ্বিতীয়বারের জন্য আসতে চলেছে শক্তিমান। অফিসিয়ালি জানাচ্ছি যে আমি শক্তিমান ২ নিয়ে হাজির হচ্ছি। আর সেটাও টিভি কিংবা OTT-তে নয়, শক্তিমান নিয়ে ৩টি সিনেমা আসছে বড়পর্দায়।' আরও একটি ট্যুইটে মুকেশ খান্না লেখেন, 'পুরো বিষয়টি ধীরে ধীরে প্রকাশ্যে আনব। শুধু এটুকু বলতে পারি একটা অনেক বড় প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে আমি হিমালয়ের সমান এই বড় কাজটি সফল করতে চলেছি। যে ছবিটি তৈরি হবে সেটা কৃষ, রা ওয়ানের থেকেও বড় ছবি। শক্তিমানের জন্য উপযুক্ত।'

এই বিভাগের আরো খবর