সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮

লৎসর দক্ষিণপাড়া যুব সমাজ মানব কল্যাণ সংস্থার কুইজ পুরস্কার বিতরণ

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫  

কুমিল্লার মনোহরগঞ্জে লৎসর দক্ষিণপাড়া যুব সমাজ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগীতার পুরষ্কার বিতরন ১ নভেম্বর শনিবার সকালে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৎসর দক্ষিণপাড়া যুব সমাজ মানব কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মো. শামছুল ইসলাম।

 

এতে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন, লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল গাফফার সুমন, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার এর ইন্সট্রাক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ, চড্ডা দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. লোকমান হোসাইন, মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের সহকারি প্রধান শিক্ষক ফারুক হোসেন, লৎসর দারুল উলুম সুলতানিয়া মাদ্রাসার শিক্ষক মো. নাসির উদ্দিন, লৎসর উত্তরপাড়া মানবকল্যাণ সংগঠনের সহ সাধারন সম্পাদক শাব্বির আহমেদ। 
                           

 

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মতিন মুন্সি, মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের সহকারি শিক্ষক মো. জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার সহকারি শিক্ষক হাফেজ মামুন হোসেন, লৎসর দক্ষিণপাড়া যুব সমাজ মানব কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রহিম, সাবেক সভাপতি আমিন উদ্দিন মাসুদ। এছাড়া নাজিম উদ্দিন, রেজাউল, শিমুল, মামুন, রাসেল ও রকি খানসহ লৎসর দক্ষিণপাড়া যুব সমাজ মানব কল্যাণ সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

এই বিভাগের আরো খবর