বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৬

লাকসামে সিও’র সাংবাদিকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ

লাকসাম প্রতিনিধি:

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫  

লাকসাম উপজেলা প্রকৌশল দফতরে তথ্য অধিকার আইনের আওতায় তথ্য নিতে গিয়ে এক সাংবাদিকের প্রতি অশোভন আচরণ, গালাগালি ও অনিয়মের অভিযোগ উঠেছে দফতরের কমিউনিটি অর্গানাইজার (সিও) মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে। ভুক্তভোগী জাফর আহমেদ, সভাপতি লাকসাম সাংবাদিক ইউনিয়ন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

 

অভিযোগে জানা যায় তথ্য অধিকার আইনে আবেদনের পরও উপজেলা প্রকৌশল দফতর প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেনি। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট আবেদন করলে ইউএনও সংশ্লিষ্ট শাখাকে তথ্য প্রদানের নির্দেশ দেন। পরবর্তীতে দফতর থেকে ৩০ টাকা সরকারি ফি জমা দিয়ে তথ্য সংগ্রহের কথা জানানো হয়।

১৮ নভেম্বর ২০২৫ বিকেলে নির্ধারিত ৩০ টাকার চালান জমা দিয়ে তথ্য নিতে গেলে সিও নিজাম উদ্দিন ভুক্তভোগীকে সত্যায়িতবিহীন মাত্র ৯ পৃষ্ঠার কপি সরবরাহ করেন। সরকারি নিয়ম অনুযায়ী ওই টাকায় ১৫ পৃষ্ঠা তথ্য সরবরাহের কথা থাকলেও তা প্রদান না করায় জাফর আহমেদ বিষয়টি জানতে চান। এসময় সিও নিজাম উদ্দিন ক্ষিপ্ত হয়ে গালাগালি, অশোভন আচরণ এবং শারীরিকভাবে হামলারও চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে নিজাম উদ্দিন প্রায় ১৮–১৯ বছর একই দফতরে কর্মরত থেকে প্রভাব বিস্তার, সেবা গ্রহীতাদের সাথে দুর্ব্যবহার এবং নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত।

ভুক্তভোগী জাফর আহমেদ অভিযোগটি আমলে নিয়ে বিভাগীয় তদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিভাগের আরো খবর