বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৯

লাকসামে ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

“ নিরাপদ নারী, নিরাপদ দেশ, সূখী সমৃদ্ধ বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক ছিলেন, লাকসাম থানার ৪নং বিট পুলিশিং কার্যালয় বাকই ইউনিয়নের বিট অফিসার উপপরিদর্শক মোঃ সেলিম চৌধুরী।


 ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও আ'লীগ নেতা শহিদুল্লাহর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল বাশার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ সেলিম, সমাজসেবক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য সালমা আক্তার, আবু তাহের, আবুল হোসেন, সমাজসেবক জহিরুল ইসলাম মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম। সভায় ইউনিয়নের ২৬টি গ্রাম থেকে আসা নানা বয়সের নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনিপেশার লোকজন অংশগ্রহণ করেন।
এ ছাড়া ও একদিন উপজেলার অন্যান্য ইউনিয়নের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়
 

এই বিভাগের আরো খবর