বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৩

লাকসাম মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

 লাকসাম মডেল কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মঞ্জুরুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভুঁইয়া, লাকসাম পৌরসভার কাউন্সিলর খলিলুর রহমান, মোহাম্মদ উল্লাহ, অ্যাডভোকেট মাসুদ হাসান, মহিলা কাউন্সিলর মোশফেকা আলম মিতা, নাছিমা আক্তার, কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবু তাহের, কলেজ প্রতিষ্ঠাতা অধ্যাপক বশির আহমদের সহধর্মিণী খোদেজা বেগম লিনা, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল সিদ্দিকী।

 প্রভাষক মাঈনউদ্দিন ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর