শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৫

লন্ডনে পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ

ইউ কে প্রতিবেদক    

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১  

উক্ত  বিশাল ডেমোনেস্টেশনকে সমর্থন জানিয়ে সমাবেশে উপস্থিত হয়ে ব্রিটিশ  বাংলাদেশীদের  মানবাধিকার সুলভ নাজ‍্য দাবি বলে বক্তব্য রাখেন ব্রিটেনের  "হাউজ অপ লড মেম্বার"  লর্ড  কোরবান  হোসেন। উক্ত  ডেমোনেষ্ট্রেশন সমরর্থন জানিয়েছেন লর্ড কারলাইল,ব্রিটিস পারলামেন্ট মেম্বার  সায়মন ডানসাক এমপি, জেমস  এমপি  সহ  ব্রিটেনের 
আন‍্যান‍্য রাজনৈতিক  ব‍্যাক্তি বর্গ।

উক্ত সমাবেশে  উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয়  আন্তর্জাতিক সম্পাদক ব‍্যারিষ্টার নাসির উদ্দিন  ওসিম, কেন্দ্রীয় বিএনপির  প্রশিক্ষণ  বিশয়ক সম্পাদক  ড: মোরশেদ হাসান  খান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব‍্যারিষ্টার মীর হেলাল সহ যুক্ত রাজ‍্য বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে।
বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা দেশ নেত্রী  বেগম খালেদা জিয়ার শারীরিক  অসুস্থতা ব‍্যাপক অবনতির বিবরন উল্লেখ করে লন্ডনে ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এই বিভাগের আরো খবর