বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৮ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৬

রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে নগরীর মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দিয়েছেন তিনি। মাদ্রাসা মাঠে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ১ হাজার ৩১৭ কোটি টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এছাড়াও ৩৭৬ কোটি টাকার আরও ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।এদিকে, রোববার সকাল থেকেই রাজশাহী ও তার আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা জনসভাস্থলেেএসেছেন। বিভিন্ন যানবাহনে এসে সমাবেশস্থলের প্রায় এক কিলোমিটার দূরে থেকে মিছিল করে সমাবেশস্থলে পৌঁছান তারা।দুপুরের মধ্যেই সমাবেশস্থল পরিণত হয়  জনস্রোতে। যেন মিছিলের নগরী রাজশাহী। এরআগে রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএসের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এই বিভাগের আরো খবর