বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৯ ১৪৩২   ০১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

রাজনৈতিক পরিচয়ের কারণেই টার্গেট আখতার: তাসনিম জারা

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫  

যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। তিনি বলেন, “এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে টার্গেট করা হয়েছে।”

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

 

ডা. তাসনিম জারা লেখেন, “আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি কোনো ব্যক্তিগত বিরোধ নয়, আখতার হোসেনের রাজনৈতিক অবস্থানের কারণেই এমন হামলা চালানো হয়েছে। কারণ, তিনি প্রতিনিধিত্ব করছেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত লড়াই করছে।”

 

তিনি আরও বলেন, “এই হামলা স্পষ্ট করে দিলো, পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। তবে আমি নিশ্চিত, এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না। বরং তার দৃঢ়তা আরও বাড়িয়ে তুলবে।”

 

উল্লেখ্য, এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই আখতার হোসেনের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তাসনিম জারা।

 

ঘটনাটি দেশ-বিদেশে এনসিপি নেতাকর্মীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এই বিভাগের আরো খবর