শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৯

রাজধানীর মৌচাকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২  

মৌ সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত মৌয়ের বাবা সৌদি প্রবাসী।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে দশম শ্রেণিতে উঠতে না পারায় আত্মহত্যা করেছে মৌ।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানা গেছে। মেয়েটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ার আগে বলপেন দিয়ে ছাদের বাউন্ডারি দেয়ালে একটি সুইসাইড নোট লিখে গেছে। সেখান থেকে বলপেনটি ও তার জুতা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তবে লাফিয়ে পড়ার আগে ছাদের বাউন্ডারি দেয়ালে স্কুলের প্রধান শিক্ষককে দায়ি করে একটি সুইসাইড নোট লিখে গেছে বলে জানা গেছে।

নিহত মৌয়ের মামা মোস্তফা কামাল বলেন, সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের নবম শ্রেণিতে চূড়ান্ত পরীক্ষা দিয়েছিল মৌ। তবে ইংরেজি, গণিতসহ তিনটি বিষয়ে অকৃতকার্য হয়। আজকে তাদের দশম শ্রেণিতে ভর্তির শেষ দিন ছিল। এজন্য আমি মৌকে স্কুলের প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাই অনুরোধ করে পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার জন্য। তবে প্রধান শিক্ষক এটি মেনে নেননি। এরপর সেখান থেকে বাসায় এসে সবার অগোচরে ভবনের ছাদে চলে যায়। সেখান থেকে লাফিয়ে পড়ে মৌ। পরবর্তীতে ছাদে গিয়ে তার জুতা এবং ছাদের রেলিংয়ের মধ্যে হাতে লেখা এটি সুইসাইড নোট পাওয়া গেছে।

এই বিভাগের আরো খবর