সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯০০

রাজধানীতে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২ জুলাই ২০২১  

গত শনিবার রাত ১০ টা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর হাইকোর্ট মাজার প্রাঙ্গন, ঢাকা মেডিকল কলেজ, শহীদ মিনার এবং কাকরাইল মোড়ে অসহায় পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্টিক ৩১৫ বি৩)। উক্ত খাবার বিতরণ কার্যক্রমে সযোগিতায় ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট। 

May be an image of 2 people and text that says `Û cooked food for street people due to corona virus pandemic COOKED FOOD DISTRIBUTION PROGRAM VENUE: :GULISTAN, KHILGAONRAIL GATE & HIGH COURT MAZAR DATE: JUL 2021, SATURDAY Jointly Organised CENTRE FOR HUMAN RIGHTS MOVEMENT LIONS CLUB OF DHAKA CAPITAL GARDEN সেন্টার ফর হিউম্যান রাইটুস মুভমেন্ট District 315 B3 T`

আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার শুরুতে অনলাইনে সংযুক্ত থেকে লায়ন্স  ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্টিক ৩১৫ বি৩)-এর সাধারণ সম্পাদক বহু আইন গ্রন্থের লেখক, লায়ন এডভোকেট আলহাজ্ব ড. গাজী সিরাজুল ইসলাম, পিএমজেএফ এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রখ্যাত আইনজীবী, মানবাধিকার প্রতিষ্টান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর চেয়ারম্যান লায়ন ড. মোঃ জিয়াউর রহমান-সমাজের সকল শ্রেণীর মানুষদেরকে ভয়াবহ করোনা ভাইরাসের সময়ে মানুষের পক্ষে সক্রিয়ভাবে দাঁড়াবার আহবান জানান।

ভাসমান অসহায় পথচারি মানুষদের মাঝে প্যাকেতকৃত রান্না করা খাবার বিতরণ কালে  স্বশরীরে উপস্থিত উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্টিক ৩১৫ বি৩) প্রেসিডেন্ট, লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্টিক ৩১৫ বি৩) ডিস্টিক চেয়ারপারর্সন, জাতীয় সাংবাদিক ফোরামের মহাসচিব লায়ন কে এম. আসাদুজ্জামান, সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর নির্বাহী প্রধান লায়ন আলহাজ্ব ড. মোঃ মোজাহেদুল ইসলাম মুজাহিদ, নারীনেত্রী সংস্থার ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা, সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর লায়ন মোঃ রেজাউল করিম সাগর, মোঃ মোজাম্মেল হক নাঈম, লিও ক্লাব সেক্রেটারী লিও ইঞ্জিনিয়র শারমিন সুলতানা, লিও সাংবাদিক মিশারুল ইসলাম, সাংবাবিদ ডিজে সোহাগ প্রমূখ। 

May be an image of 3 people, people standing and road

লায়নস ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্টিক ৩১৫ বি৩) প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বলেন, সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট সকলকে এমন ভালোকাজের জন্য আন্তরিক অভিবাদন জানান এবং আগামীতে আরো ব্যাপক কাজ করার ক্ষেত্রে বলিষ্ট ভূমিকা রাখব ইনশাআল্লাহ।

May be an image of 6 people, people sitting, people standing and outdoors

এই বিভাগের আরো খবর