শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৭

রাজধানীতে আ.লীগ-বিএনপির বাগ্‌যুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২  


সভা-সমাবেশ করে আওয়ামী লীগের পতন ঘটানো সম্ভব নয়। বিএনপি সমাবেশের নামে সহিংসতা করলে রাজপথেই মোকাবিলা করা হবে। বুধবার (২৬ অক্টোবর) রাজধানীতে এমন বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। আর বিএনপি নেতারা বলছেন, জনবিচ্ছিন্ন হয়ে বিরোধী দল দমনে সমাবেশে বাধা, হামলার আশ্রয় নিয়েছে আওয়ামী লীগ। 
নির্বাচন এবং বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় দলকে সুসংগঠিত করছে আওয়ামী লীগ। মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোতে আসছে নতুন কমিটি।

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর খিলগাঁও থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে কথা বলেন আওয়ামী লীগ নেতারা। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন,সভা-সমাবেশ করে সরকারের পতন ঘটানো সম্ভব নয়।

আওয়ামী লীগ বাধা দিলে বিএনপির পক্ষে সমাবেশ করা সম্ভব হতো না বলে মন্তব্য করেন সমাবেশে আসা নেতারা।
সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার মাস ডিসেম্বরে খেলা হবে বিএনপির সঙ্গে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাবখানা এমন–ক্ষমতায় এসেই গেছি, এত সোজা (সহজ) নয়। আন্দোলনে খেলা হবে, ডিসেম্বরের বিজয়ের মাসে, খেলা হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সময় সংবাদকে আরও বলেন, ‘তাদের পথ সমাবেশে বাধা দেয়া, গোলাগুলি, ঘুম-খুন, হত্যা ও মিথ্যা মামলা দেয়া। আর আমাদের পথ হচ্ছে গণতন্ত্র, জনগণকে সঙ্গে নিয়ে। তারা জনগণের বিপক্ষে অবস্থান করছে আর আমরা জনগণের পক্ষে অবস্থান করছি।তাদের অবস্থার জনগণের বিপক্ষে, জোর করে ক্ষমতা দখল করা। সেই পথ তো রুদ্ধ হয়ে যাচ্ছে। সেই পথে চলার আর কোনো সুযোগ নেই। মুক্তির জন্য মানুষের যে প্রত্যাশা, মানুষের যে আশা তার প্রতিফলন ঘটছে। এগুলো তো পরিকল্পনা করে হয় না।’ 
তিনি আরও বলেন, নিদর্লীয় সরকার ছাড়া কোনো নির্বাচন এ দেশে হতে দেয়া হবে না।

এই বিভাগের আরো খবর