রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪১

যুদ্ধবিরতির পর গাজা শহরে ফিরেছেন পাঁচ লক্ষাধিক মানুষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫  

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন বলে জানিয়েছে সেখানকার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাস্সাল শনিবার এএফপিকে জানান, শুক্রবার ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার পর থেকেই শহরমুখী মানুষের ব্যাপক ঢল দেখা গেছে। “গতকাল থেকে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন,” বলেন তিনি।

দুই বছরের দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধ থেমে যাওয়ায় ধ্বংসস্তূপে ঢাকা গাজা শহর আবারও মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে। অনেকে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি খুঁজে দেখছেন, কেউবা হারানো স্বজনদের সন্ধানে ফিরছেন।

ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় ইতিমধ্যে ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, আর গাজার বেশিরভাগ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। যুদ্ধবিরতির আগে প্রায় সাত লক্ষ মানুষ গাজা শহর ও উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন। এখন তারা ধীরে ধীরে ফিরে এসে পুনর্গঠনের লড়াই শুরু করছেন।

এই বিভাগের আরো খবর